Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

সামাজিক বনায়ন জোন, নওগার আওতায় স্থানীয় জনগনকে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের মাধ্যমে অদ্যাবধি সরকারী বনভূমিতে ২,৪৫৭.২৬ হেক্টর ঊডলট/কৃষিবন বাগান, আত্রাই নদীর চরে ১৬৬.৫০ একর হেক্টর চর বাগান এবং বিভিন্ন সড়ক, বেড়িবাধ, রেলপথ, খালপাড় ইত্যাদি পতিত ভূমিতে ৫৯২৭.৩৪ কিমিঃ স্ট্রীপ বাগানসহ বাশ, বেত প্রভৃতি বিভিন্ন বাগান সৃজন করা হয়েছে। উক্ত বাগান সমূহের সাথে মোট ৪৩,২৫৫ জন উপকারভোগী সম্পৃক্ত রয়েছেন। তন্মধ্যে ২৮,০১১ জন পুরুষ ও ১৫,২৪৪ জন মহিলা। এছাড়া ২০১১ সনে আলতাদিঘীর প্রাকৃতিক শালবনকে "আলতাদিঘী জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়েছে।